গোবিন্দগঞ্জে ইট মাথায় পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ীর গেট নির্মাণের সময় মাথায় ইট পড়ে তোজা মিয়া নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ( ২৭ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামের কছির উদ্দিনের পুত্র মকবুল আলীর বাড়ীর গেট নির্মাণের জন্য রাজমিস্ত্রির সহকারী (নির্মাণ শ্রমিক) তোজারুল ইসলাম ( ২৭) সহ কয়েকজন শ্রমিক কাজ করছিল।
এ সময় গেটের উপর থেকে হঠাৎ একটি ইট মাথায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তোজা মিয়ার মৃত্যু হয়। মৃত শ্রমিক উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র বলে জানা গেছে।সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.