গোপালগঞ্জে গাছে সঙ্গে ধাক্কার পর প্রাইভেটকার বিস্ফোরণে নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (০১ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফয়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন: নারায়নগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ আলম (৩৫), খোকন শেখ (৩৫) ও আব্দুল মান্নান (৪০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

ওসি আরও জানান, প্রাইভেটকারের আরও দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোপালগঞ্জ প্রতিনিধি শাফিউল কায়েস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.