গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-২০

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কালাম শেখ রাঘদী গ্রামের মৃত. জলিল শেখের ছেলে। আহতদের রাজৈর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বিটিসি নিউজকে জানান, দীর্ঘদিন ধরে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন।

গুরুতর আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান তিনি।

আহতদের মধ্যে ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোপালগঞ্জ প্রতিনিধি শাফিউল কায়েস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.