গোদাগাড়ীতে বিএনপি-জামায়াতের হামলায় নিহতের জানাযায় মেয়রসহ সর্বস্তরের মানুষের ঢল

:লীগ প্রতিবেদকরাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ক্যাডারদের হামলায় নিহত আওয়ামী লীগ কর্মী ইসমাঈল হোসেনের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ আছর গোদাগাড়ীর পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযা নামাজে ১৪ দল রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ সর্বস্তরেরর মানুষের ঢল নামে।

জানা গেছে, রোববার নির্বাচন চলাকালে গোদাগাড়ীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ক্যাডারদের সশস্ত্র হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের প্রবীণ কর্মী ও দেওয়াপাড়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাঈল হোসেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার ইসমাঈলসহ অন্য আহতদের দেখতে হাসপাতালে যান মেয়র খায়রুজ্জমান লিটন।

এ দিকে রোববার রাতেই ইসলাঈলের মৃত্যু হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার বিকেলে গোদাগাড়ীর পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইসমাঈলের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগে সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ। জানাযা নামাজ শুরুর আগে বক্তৃতায় নিহতের ভাগ্নে বাকি মাস্টার এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে মৃত্যুদন্ডের দাবি জানান।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ইসমাঈল হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কেউ ছাড়া পাবে না। এ হত্যার হুমুকদাতা ব্যারিস্টার আমিনুল ইসলামকেও আইনের আওতায় আনতে হবে। এ সময় ইসমাঈলের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন মেয়র।

এ সময় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, ইসমাঈলের পবিবারের পাশে আজীবন থাকবো। আর এ হত্যাকান্ডের জড়িতদের আইনের মাধ্যমে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করবো।

অন্যদিকে জানাযা নামাজ শেষে পরে স্থানীয় মালিগাছা গোরস্থানে ইসমাঈলের দাফন সম্পন্ন হয়। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.