গুরুদাসপুরে স্মার্টকার্ড বিতরণ ও ভোটার কার্যক্রম উদ্বোধন


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সাত হাজার দুইশত নারী পুরুষকে জাতীয় স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। তৃতীয় জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস ওই স্মার্টকার্ড বিতরণ করেন। ২০১৯ সালে যারা ভোটার হয়েছেন শুধু তারাই এই স্মার্টকার্ড পেলেন। সেই সাথে নতুন ভোটার অন্তর্ভুক্তকরণ, ভোটার স্থানান্তর ও সংশোধন বিষয়ক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।
‘বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়’ প্রতিবাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. তমাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.