গুরুদাসপুরে মেয়াদ উত্তীর্ন কীট নাশকে কপাল পুড়লো কৃষকের


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মেয়াদ উত্তীর্ন কীট নাশক ঔষধ প্রয়োগে সাড়ে চার বিঘা জমির রসুন নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পরেছে তিন কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামে। ক্ষতিগ্রস্থ তিন কৃষক মোঃ নুর ইসলাম, রিপন আলী ও আনিস আলী ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রির দায়ে উপজেলার পাটপাড়া বাজারের ঔষধ বিক্রেতা “মেসার্স স্বপ্না ট্রেডার্সের মালিক মোঃ শাহীন আলমের নামে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ও গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগি তিন কৃষক।
কৃষক নুর ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত ৫ নভেম্বর মেসার্স স্বপ্না ট্রেডার্স পাটপাড়া বাজারস্থ কীট নাষক বিক্রেতা শাহীন আলমের দোকান হইতে প্রায় সাড়ে ৪ বিঘা রসুন এর জমির জন্য বিভিন্ন প্রকার জিংক, বোরাক্স, জেনিভিট, সালফেট ও বোরন নামক ঔষধ ক্রয় করে জমিতে প্রয়োগ করি। আমরা লেখাপড়া না জানায় ঔষধের প্যাকেটের মেয়াদ নির্নয় করতে পারিনি। তবে বিক্রেতাকে বিশ্বাস করে ঔষধ নিয়ে এসে জমিতে প্রয়োগ করি। কিটনাশক প্রয়োগের কিছুদিন পরেই রোপনকৃত রসুনের শিকোর গজাই না।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি মৌখিক ভাবে জানানো হলে এক শালিষি বৈঠকে তিনি বিবাদীকে ডাকিয়া আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলেন কিন্তু বিবাদী চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে ক্ষতিপুরণ দিচ্ছে না। এখন আমরা সর্বশান্ত হয়ে পরেছি। সাড়ে চার বিঘা জমিতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। আমরা এ ক্ষতি পুরণ চাই।
ধারাবারিষা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষককে ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো অভিযুক্ত কীটনাশক বিক্রেতাকে। তবে ক্ষতিপুরণ না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযুক্ত কীটনাশক বিক্রেতা শাহীন আলম মুঠোফোনে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ভাই আমি খুব ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলছি।
উপজেলা কৃষি কর্মকর্তা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ বিষয়ে ভুক্তভুগি কৃষকরা লিখিত অভিযোগ দিয়েছে। সরেজমীন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.