প্রতিক্রিয়াশীলদের সনাক্ত করতে প্রতিমন্ত্রী পলক সহায়তা চাইলেন ফেসবুকের


নাটোর প্রতিনিধি: ইন্টারনেট ব্যবহারে নেটিজেনদের দায়িত্বশীল হতে বছর ব্যাপী ডিজিটাল নাগরিক স্বাক্ষরতা অভিযান ও প্রশিক্ষণ কর্মসূচি চালু হচ্ছে বাংলাদেশেও।
ফেসবুকের গ্লোবাল লার্নিং প্রোগ্রাম ‘উই থিংক ডিজিটাল’ শীর্ষক এই অভিযাত্রাটি বাংলাদেশে বাস্তবায়ন করবে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প। যৌথ অংশীদার হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি তার ফেসবুক পেইজে ও অনলাইনে এই কর্মসূচির ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় সোশ্যাল মিডিয়ায় কি-ওয়ার্ড বিশ্লেষণ করার শক্তি অর্জনের পাশাপাশি প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে ফেসবুকের সহায়তা চান প্রতিমন্ত্রী।
অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও। বক্তব্যে পাঠ্যসূচিতে সামাজিক যোগাযোগ ব্যবহার বিষয়টি অন্তর্ভূক্তির আহ্বান জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.