গুরুদাসপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন


নাটোর প্রতিনিধি: বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপ-২ এর মাশকালাই-শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার ১০টায় উপজেলা পরিষদ হলে সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম।

সর্বশেষে ১৩ রকমের শাক সবজির বীজ ৩০০ জন ও মাসকালাই বীজ এবং সার বিতরণ করা হয় ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.