গুরুদাসপরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দশ শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাইসাইকেল তুলে দিলেন স্থানীয় সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কমসূচির ২০২১-২২ অর্থবছরে ২য় কিস্তিতে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাপ্ত বরাদ্দ গুরুদাসপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুল পড়–য়া ১০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।এর পুর্বে প্রথম কিস্তিতে ৫জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছিলো।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান প্রমুখ্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.