গির্জায় যৌন কেলেঙ্কারি’র ঘটনায় ক্ষতিপূরণ ৫০ হাজার ইউরো

(গির্জায় যৌন কেলেঙ্কারি’র ঘটনায় ক্ষতিপূরণ ৫০ হাজার ইউরো)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির গির্জায় যৌন হেনস্থার শিকারদের প্রত্যেকেই ৫০ হাজার ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন জার্মানির ক্যাথলিক যাজকরা।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, গির্জায় যৌন কেলেঙ্কারির ঘটনায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়। বলা হয়, যারা চার্চে যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে জার্মানির ক্যাথলিক যাজকরা একমত হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিপীড়নের শিকার তারা ২০২১ সালে তাদের ক্ষতিপূরণের অর্থের জন্য আবেদন করতে পারবেন। তারা এর আগে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন কিনা সেটা দেখবার বিষয় নয় বলে জানিয়েছেন জার্মানির যাজক সমিতির সভাপতি গিয়র্গ ব্যাটজিং।

ক্ষতিপূরণ ছাড়াও তাদেরকে চিকিৎসার খরচও আলাদাভাবে দেওয়া হবে। তবে জার্মান সরকারের প্রতিনিধি ইয়োহানেস-ভিলহেল্ম ব়্যোরিগ মনে করেন, ক্ষতিপূরণের অর্থের পরিমাণ কম হয়েছে। যৌন নিপীড়নের শিকাররাও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

উল্লেখ্য, জার্মানের এক জরিপে জানা যায়, ১৯৪৬ থেকে ২০১৪ সালের মধ্যে কমপক্ষে ১,৬৭০ জন যাজক ৩৬৭৭ জনের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। তাদের মধ্যে বেশীরভাগই ছিল পুরুষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.