গাতুন লেক থেকে ৪ তরুণী ও ৩ তরুণের মৃতদেহ উদ্ধার, গুলি করে হত্যা?

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বন্ধু-বান্ধবী মিলে বেড়াতে গিয়েছিলেন লেকে। দলে ছিলেন ৪ তরুণী ও ৩ তরুণ। কিন্তু লেক থেকে আর বাড়িতে ফেরা হল না তাদের। সেখান থেকে ৭ জনেরই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পানামার গাতুন লেক থেকে স্থানীয় সময় গত শনিবার (১৮ জুলাই) মৃতদেহগুলো উদ্ধার করা হয়। তাদেরকে গুলি করে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ।

ঘটনার পরপরই হত্যার রহস্য উদ্ঘাটনে নেমেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

পুলিশ জানিয়েছে, নিহত ৭ জনের সবারই বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে।

গাতুন লেক পানামার রাজধানী পানামা সিটি থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। লেকটি অরণ্যবেষ্টিত।

পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই লেকে মোট ১৪ জনের একটি দল বেড়াতে গিয়েছিলেন। তাদের ওপর অস্ত্রধারীরা হামলা চালায়। এসময় ৭ জন পালিয়ে আসতে সক্ষম হন। বাকিরা মারা যান।

এদিকে পুলিশ জানিয়েছে, হত্যা রহস্য উদ্ঘাটনের নামার পর পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.