গাজীপুরে আগুনে পুড়লো টিনশেডের ১৮৩ ঘর

গাজীপুর প্রতিনিধি:আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় বাসা বাড়িতে আগুন লেগে টিনশেডের ১৮৩টি ঘর পুড়ে গেছে।

আজ ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ বিটিসি নিউজকে জানান, ভোরে সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আনোয়ারা বেগমের টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে। এতে আলী হোসেন, আমজাদ হোসেন, রাহেলা বেগম, রহিমা ও ফাতেমা বেগমের টিনশেড বাসা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইপিজেড তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি মোট ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাসা বাড়ি ও আসবাবপত্র পুড়ে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতির হয়েছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.