গাইবান্ধা-৩ আসনে ডাঃ মোঃ ইউনুস আলি সরকারের উন্নয়ণে মুগ্ধ হয়ে জাপা ও জামায়াত নেতাকর্মির আ.লীগে যোগদান

গাইবান্ধা  প্রতিনিধি: আসন্ন  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত মহাজোট প্রার্থী এ আসনের উন্নয়নের রুপকার ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি  ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি’র নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে।
দূর্যোগ পূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আজ বুধবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পযন্ত  উপজেলার ৪ নং  বরিশাল, ৫ নং মহদীপুর ও ৬ নং বেতকাপা ইউনিয়নের তৃনমূলের মাঠের বাজার, ডাকেরপাড়া,ফুটানীবাজার, বোডেরবাজার, নয়াবাজার, বাসুদেবপুর, কোমরপুরসহ বিভিন্ন  একাধিক পথসভা ছাড়াও গ্রাম-গঞ্জের সর্বস্তরের ভোটার পুরুষ-মহিলাদের নিকট আবারো নৌকায় ভোট প্রার্থনা করে গণসংযোগ অব্যাহত রেখেছেন ।
পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার-প্রচারনায় বিরামহীন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠান সমূহে এসময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান,সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা,আলী মোস্তফা রেজা গোলাপ,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,যুগ্ন- সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোটবাবু,আ.লীগ নেতা নির্মল মিত্র,গোলাম মোস্তফা ও উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, জাপা নেতা রবিউল হোসেন পাতা, বাদশা, বালু মজিদ, শাহজাহান ভুলুসহ আওয়ামী লীগ ও তার  সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে;উপজেলার মাঠের বাজারে অনু্ষ্ঠিত এক পথসভায় সাবেক জাপা নেতা ও বেতকাপা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা,জেলা জাপা নেতা হাসান কবির তোতা,ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডা.আব্দুর রাজ্জাক ও জামায়াত নেতা মাঠেরবাজার আবু বক্কর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এমপি ডা.মো.ইউনুস আলী সরকারের সাথে সাক্ষাত করে আওয়ামী লীগে যোগদান করেন।
ডা.ইউনুস আলি সরকার এমপি এসব নির্বাচনী পথসভা ছাড়াও ইউনিয়ন গুলোর বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার সর্বস্তরের পথচারিদের সাথে কুশল বিনিময়সহ নৌকা মার্কায় ভোট চেয়ে তাদের হাতে-হাতে হ্যান্ডবিল বিতরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.