গাইবান্ধা পৌরসভার ২০ তম মেয়র হিসেবে শপথ নিলেন মতলুবর রহমান

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র মতলুবর রহমান ও নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ আজ সোমবার (০৮ ফেব্রয়ারী) রংপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
তাদের শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা। নব-নির্বাচিত মেয়র মতলুবর রহমান গাইবান্ধা পৌরসভার ২০তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন।
জানা গেছে, একই শপথ গ্রহণ অনুষ্ঠানে গাইবান্ধা পৌরসভার ১,২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা খানম মিতা, ৪,৫, ৬ নং ওয়ার্ডের মমতা সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবিনা ইয়াসমিন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহীন, ২নং ওয়ার্ডের মহিউদ্দিন আহমেদ রিজু, ৩নং ওয়ার্ডের কামাল হোসেন, ৪নং ওয়ার্ডের রকিবুল হাসান সুমন, ৫নং ওয়ার্ডের আব্দুস সামাদ রোকন, ৬নং ওয়ার্ডের শহিদ আহমেদ, ৭নং ওয়ার্ডের আবু বকর সিদ্দিক স্বপন, ৮নং ওয়ার্ডের আসাদুজ্জামান হাসু ও ৯নং ওয়ার্ডের হুমায়ুন কবির স্বপনও উক্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য যে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারীর ১৬ তারিখে দেশের অন্যান্য পৌরসভার ন্যায় গাইবান্ধা পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মতলুবর রহমান (স্বতন্ত্র) ১২ হাজার ৩শ ৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার উল সরোয়ার সাহিব।
তিনি রেল ইঞ্জিন প্রতীক ৭ হাজার ৯ শ ৭০ ভোট পান। গাইবান্ধা পৌরসভার সদ্যবিদায়ী ১৯ তম মেয়র আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাড,শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ৭ হাজার ৩ শ ১ ভোট পেয়ে তৃতীয় স্থানে।
সুত্র জানায়, গাইবান্ধা পৌরসভাটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭৪ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন খন্দকার আজিজুর রহমান। ৭৭ সালে দ্বিতীয় চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ খালেদ।
১৯৮২ সালে পৌরসভার তৃতীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নির্মল চন্দ্র সরকার। একই বছর চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মালেক। ৮৩ সালে পঞ্চম চেয়ারম্যান কফিল উদ্দিন আহমেদ, ৮৪ সালে ষষ্ঠ চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, ৮৮ সালে সপ্তম চেয়ারম্যান কে এম আবুল হাসান, ৮৯ সালে অষ্টম চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, ৯১ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন মফিজুর রহমান খোকা, একই বছর হাবিবুর রহমান বাবুল এর পর ওই বছরই গাইবান্ধা পৌরসভায় প্রশাসকের দায়িত্ব পান জেসি পন্ডিত। ৯২ সালে প্রশাসক হিসেবে দায়িত্ব নেন এ কে এম মনিরুল ইসলাম।
একই বছর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল আজিজ, ৯৩ সালে ১৪তম চেয়ারম্যান নির্বাচিত হন ওয়াহিদুজ্জামান খান তিতু, ৯৯ সালে ১৫ তম চেয়ারম্যান আনোয়ার উল হাসান সবুর, ২০০৪ সালেও ১৬তম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। এরপর চেয়ারম্যান পদ বিলুপ্ত করে মেয়র পদ নাম করণ করা হয় এবং ২০০৮ সালে মেয়র নির্বাচিত হন আনোয়ার উল হাসান সবুর।
পরপর তিনবার নির্বাচিত আনোয়ারুল হাসান সবুরকে পরাজিত করে ২০১১ সালে ১৮তম মেয়র নির্বাচিত হন শামসুল আলম, ২০১৬ সালে ১৯ তম মেয়র নির্বাচিত হন এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। আবশেষে চলতি ২০২১ সালের ১৬ জানুয়ারীর নির্বাচনে ২০তম মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মতলুবর রহমান। সুত্র আরো জানায়, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই গাইবান্ধা পৌরসভা আর মাত্র দুই বছর পর ২০২৩ সালে শতবর্ষ পুরণ করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.