গাইবান্ধায় ব্রম্মপুত্র নদীতে যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপেজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি ব্রম্মপুত্র নদীতে রহস্যজনক ভাবে এক যুককের লাশ উদ্ধার করা  হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ভরতখালীর নীলকুঠির ব্রম্মপুত্র নদীর পাড়ে স্থানীয়রা একটি যুবকের লাশ নদীতে ভাসতে  দেখে থানা পুলিশে খবর দেয়।  পুলিশ লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত যুবকের লাশটি নীলকুঠীর বাসিন্দা মো: খাজা মিয়ার ছেলে আশিক মিয়া (১৭) বলে জানাযায়। মৃত্যূটি স্বাভাবিক না রহস্যজনক তার নিয়ে স্থানীয়দের মাঝে গুনজন বিরাজ করেছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ ( ওসি) বিটিসি নিউজকে জানান, যুকবের লাশ উদ্ধারের পর প্রাথমিক অবস্থায় আমরা কোন আঘাতের চিহ্ন পাইনি। তবে মৃত্যুর জন্য কেউ বাদী না থাকায় অপমুত্যৃর মামলা করে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.