গাইবান্ধায় বিয়ের দাবীতে প্রেমিকার অবস্থান।। বিয়ের পিড়িতে বসা হলো না বিলকিছ বেগমের।। অত:পর থানায় মামলা দায়ের

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের দুবাই প্রবাসী ছেলের সঙ্গে জর্ডান প্রবাসী মেয়ের ফেসবুকের সূত্র ধরে প্রেম।। অত:পর থানায় মামলা। ছেলে পলাতক।
জানা গেছে, উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের দুবাই প্রবাসী জহির উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩২) এর সাথে ফেসবুকে একই ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে জর্ডান প্রবাসী বিলকিছ বেগমের সাথে পরিচয় হয়। পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন অযুহাতে বিলকিছের নিকট হতে ৬ লক্ষাধিক টাকা নেয়।
এরপর উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি তে গত ১৮ আগস্ট/১৯ একই দিনে একই সময় বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন।
বাড়িতে কয়েক দিন অবস্থানের পর বিলকিছ বেগমের পরিবারের লোকজন বিয়ের তারিখ নির্ধারণের জন্য ছেলে আশরাফুল ইসলামের বাড়িতে গেলে, ছেলে পক্ষ আবারো ২ লক্ষ টাকা গ্রহণ করেন।
এ অবস্থা চলতে থাকায় আশরাফুল তরিঘড়ি করে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ খবর জানতে পেয়ে প্রবাসী বিলকিছ বেগম বিয়ের দাবিতে গত ২৩ আগস্ট/১৯ ছেলের বাড়িতে অবস্থান নেয়।
অবস্থানের ১৮ দিন অতিবাহিত হলেও বিলকিছ বেগম বিয়ের পিড়িতে বসতে না পারায় মা মিনারা বেগম বাদি হয়ে গত ০২ সেপ্টেম্বর/১৯ সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬।  মামলা দায়ের পর  এসআই ছামছুল হক ঘটনাস্থল পরিদর্শ করেছেন।  বিলকিছ বেগম ছেলের বাড়িতে অবস্থান করছেন।
থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে জানান, মামলা করার পর ছেলে আত্মগোপন করায় কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.