গাইবান্ধায় বালাসীঘাটে সরকারের ১৪৫ কোটি টাকা অপচয় দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি চলাচলের জন্য সরকারের ১৪৫ কোটি টাকা ব্যায়ে টার্মিনাল নির্মান শেষে এই পথকে ফেরি চলাচলের অযোগ্য ঘোষণা করে বগুড়ার শারিয়াকান্দি থেকে ফেরি চলাচল শুরু করায় এবং সরকারের ১৪৫ কোটি টাকা অপচয় দুর্নীতির প্রতিবাদে পুনরায় বালাসী থেকে ফেরি চলাচলের দাবীতে আজ সোমবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় ডিবি রোডে নাট্যসংস্থার সামনে প্রবীন রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল এর সভাপতিত্বে নাগরিক মঞ্চ গাইবান্ধার ডাকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ জাসদের জেলা সভাপতি গোলাম মারুফ মনা, গনফোরামের সভাপতি মইনুল ইসলাম রাজা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান ওয়াকার্স পার্টির সভাপতি প্রনব চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মনজুরুল আলম মিঠু, বাসদ (মার্কস বাদী) নেতা আবু রাহেল শফিউল্লাহ ফুলছড়ি ,উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, সাবেক পৌর প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠু ব্রম্মপুত্র নদে সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এডভোকেট আশরাফ আলী ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু।
গাইবান্ধার মানুষের প্রানের দাবির এই সমাবেশে স্বতঃস্ফূর্ত জনতা অংশ নিলে ডিবি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশ এসে বাধাদিলে জনতার প্রতিরোধের মুখে পুলিশ সরে যায়। আগামী ৩০ আগষ্ট সকল ১১ টায় বালাসী ঘাটে একই দাবিতে নাগরিক মঞ্চ গাইবান্ধার ডাকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.