গাইবান্ধায় পানিতে ডুবে যুবকের মৃত‍্য

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানগড়া গ্রামে ওসমান গনি নামের এক যুবক পানিতে ডুবে মৃত্যু বরণ করেছেন।  এই ঘটনাটি আত্মহত্যা নাকি  হত্যা করে পানিতে ডুবিয়ে রেখেছে এ নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত তিনদিন আগে থেকে উক্ত যুবক  ওসমান গনি নিখোঁজ ছিল।  আজ শুক্রবার (১ নভেম্বর) ভোর পাঁচটায় নামাজ পড়তে আসা মুসল্লিরা পুকুরের পানিতে প্রথম লাশটি ভেসে থাকতে দেখতে পায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, উক্ত যুবকটি খোলাবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদ এর কন্যা রিনা বেগমের স্বামী ওসমান গনি।
নিহত ওসমান গনির বাড়ি বিক্রমপুর জেলায়। সে মৃত. আব্দুস সামাদের বাড়িতে ঘর জামাতা হিসেবে বসবাস করছিল। সুত্র জানায়, স্বামী স্ত্রী শাশুড়ি শ্যালক শালিকাদের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হত।
এঘটনায় সেলিনা ও মাসুদ নামের দুইজনকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.