গাইবান্ধায় জাতীয় যুব দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় যুব দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ নভেম্বর) গাইবান্ধায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা যুব ঋণ যুব কল্যাণ তহবিলের চেক ও সনদ পত্র বিতরণ।
এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমিক মিলনায়তনে দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মো: আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মদ খান, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক মৃদুল মোস্তাফি ঝন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.