গাইবান্ধায় ডিবি পুলিশ কর্তৃক ৩৫৫ পিচ ইয়াবা ও ১১ জুয়াড়িসহ গ্রেপ্তার ১২ জন 

গাইবান্ধা প্রতিনিধিঃ জুয়া, মাদকের বিরুদ্ধে  বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র নেতৃত্বে আজ বুধবার (৩০ অক্টোবর) সাব – ইন্সপেক্টর সফিউল ইসলাম সংগীয় ফোর্স অভিযান চালিয়ে গাইবান্ধা সদরের পৌরসভা এলাকা হতে একাধিক মাদক মামলার পলাতক আসামী সাদ্দাম হোসেন  (৩৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম@ সহিদ মিয়া সাং সবুজপাড়া থানা জেলা গাইবান্ধাকে ধৃত কালে আসামীর দেহ তল্লাশী করে ৩৫৫ পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ দায়ের করা হয়।
অপর দিকে আজ বুধবার (৩০ অক্টোবর) ডিবির অপর একটি টিম  অভিযান পরিচালনা করিয়া গোবিন্দগঞ্জ থানাধীন পৌরসভার ২নং ওয়াডের খুলসি বটতলা গ্রামের  হায়দার মিয়ার দোকানের পিছন হইতে  আসাদুল ইসলাম (৩৩), পিতা-  মৃত-সিরাজুল ইসলাম রফিকুল ইসলাম সাখাাওয়াত হোসন (৩৫),পিতা- মৃত সামছুল হোসেন,উভয় সাং-খুলসি ,  চন্দ্র মহন্ত পিতা- মৃত মহেন্দ্র মোহন্ত, মেনহাজ আকন্দ(৩৫) পিতা-আঃ কাদের, জফরুল ইসলাম(৩৮)পিতা-মৃত শাহ আজিবর, সাইদুল ইসলাম(৩৫),পিতা- মৃত মমিন মল্ডল, আইনুল আকন্দ(৩৬), পিতা- মৃত আয়তাল আকন্দ,সর্ব সাং- সাহাপাড়া খুলসি, জনি ইসলাম(২৮), পিতা- মৃত খট্টু সাং- গোহাটিপাড়া,সর্ব থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদেরকে এবং সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়ন হইতে  আমিনুল ইসলাম (৩২), পিতা লাল মিয়া, সেলিম (২৮), পিতা আনসার আলী, সাখাওয়াত(৩২), পিতা-মৃত আবুল হোসেন, সর্ব গ্রাম যুদ্ধকরিসিং রামনগর, সর্ব থানা ও জেলা গাইবান্ধাদের কে জুয়া খেলার অপরাধে আটক করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.