গাইবান্ধায় ঔষধের দোকানে অভিযান || ৭ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং বিভিন্ন কোম্পানীর সরকারি ট্যাক্সমুক্ত ডক্টর স্যাম্পল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারD) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও জেলা মার্কেটিং অফিসার শাহ মোয়াজ্জেম হোসেন।অভিযানে গাইবান্ধা শহরের কাচারী বাজারের দু’টি দোকানে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে মোশাররফ মেডিকেল স্টোরের ৫ হাজার টাকা ও নাজমা মেডিকেল স্টোরের ২ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারের কিছু ঔষধের দোকানে দীর্ঘদিন ধরে নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ছিল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বিটিসি নিউজকে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.