গাইবান্ধায় এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৪ হাজার শিক্ষার্থী

গাইবান্ধা জেলা প্রতিনিধি: ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ২০২০ সালে অনুষ্ঠিত্ব গাইবান্ধায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও দাখিলসহ সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজর ২ শত ২৩ জন। এ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আগামীকাল (৩ ফেব্রুয়ারী) সোমবার সারাদেশে শুরু হবে এসএসসি,দাখিল ও সমমনা পরীক্ষা। এবার গাইবান্ধা জেলা থেকে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় মোট ৩৪ হাজার ২ শত ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন বিটিসি নিউজ প্রতিবেদককে জানান, গাইবান্ধা জেলায় এবার ৭২টি কেন্দ্রের মধ্যে এসএসসি ৪০ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ১শত ৫১জন, দাখিল ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২ শত ১৫ জন, ভোকেশনাল(কারিগরি) ১৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭ শত ৮৯ ও দাখিল (ভোকেশনাল) ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮জন।
মোট ৭২টি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ২শত ২৩ জন। তিনি আরও জানান সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.