গাইবান্ধায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ২৮ হাজার টাকা জরিমানা 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার নতুনবাজার, পুরাতন বাজারসহ মোট ৩টি বাজারের ৬টি প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ব্যবসায়ীদেরকে ২৮ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারি পরিচালক মো: আব্দুস সালাম তালুকদার।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহা-পরিচালক (অতিঃ সচিব) বাবলু কুমার সাহা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন এর নির্দেশনা ও তত্ত্বাবধানে গাইবান্ধা শহর সহ সদর উপজেলায় ৩টি বাজারে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম তালুকদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।
এর মধ্যে শহরের পুরাতন বাজারে ২৩ হাজার টাকা, হকার্স মার্কেটে ৩ হাজার ও সাদুল্লাপুরে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা।
এসময় উপস্থিত ছিলেন- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ গাইবান্ধার কোম্পানী কমান্ডার এ,এসপি মো: মুন্না বিশ্বাস ও গাইবান্ধা জেলা বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.