গাইবান্ধার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি: নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপে তফসিল ভুক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার ১৩ ইউনিয়নে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে  ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে।
ভোটের পূর্ন ফলাফল পেতে অপেক্ষায় ভোটার ও প্রার্থীগণসহ সর্বস্তরের মানুষ। এর আগে দিনব্যাপী ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ অন্যান্যরা।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।এবার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১শ’ ২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র গুলোতে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র‌্যাব সদস্য মোতায়েন ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন।
গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষতি নারী সদস্য ২শ’ ৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫শ’ ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারে নির্বাচনে মোট প্রার্থী ৯শ’ ৮ জন প্রতিদ্বন্দিতা। এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১শ’ ৪৬ ভোটার ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.