গাইবান্ধার সাদুল্লাপুরে গোবরের গর্ত্যে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে গোবরের গর্ত্যের পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার ২৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের (বাবুর টেকানি) তালুক হরিদাশ নামক গ্রমের বাড়ীর পাশে গোবরের গর্তের পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু সোবাহান তালুক হরিদাশ গ্রামের আল আমিন সরকারের ছেলে।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, নিহত সোবহান সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে যায়।  দীর্ঘসময় বাড়ির লোকজন শিশু সোবহানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় তারা পাশের গর্তের পানিতে শিশু সোবহানের মরদেহ ভাসমান অবস্থা দেখতে পায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.