বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রতিনিধি:  আজ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাতের পর প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় প্রধনমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ব্রুনেই সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, এই সফরের মাধ্যমে ব্রুনেইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রাসরিত হবে।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সাক্ষাতে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া রাষ্ট্র ও সরকারপ্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন বলেও জানান জয়নাল আবেদীন।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাধারণত বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.