গাইবান্ধায় মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মাটি কাটতে গিয়ে মনজু মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পূর্ব বোয়ালী গ্রামে মাটি কাটতে গিয়ে তার মৃত্যু হয়। নিহত মনজু মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া গ্রামের নেওয়াজ আলীর পুত্র।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মাটি ব্যবসায়ী দুলাল মিয়া কয়েকজন শ্রমিক নিয়ে পূর্ব বোয়ালী গ্রামে একটি বাঁশ ঝাড়ের নিচে মাটি কাটতে যায়। অধিক ঝুঁকিপূর্ন স্থানে মাটি কাটতে গিয়ে হঠাৎ উপর থেকে মাটি চাপা পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকরা তাৎক্ষণিক বের হতে পারলেও মনজু মিয়া মাটির নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই সময় কাজে নিয়োজিত এক শ্রমিক অভিযোগ করে বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রথমে আমরা কাজটি করতে চাইনি কিন্তু মাটির ঠিকাদার দুলাল হোসেন অনেকটা জোর পূর্বক আমাদেরকে মাটির কাজ করতে বাধ্য করেছেন।
এ বিষয়ে জানার জন্য মাটির ঠিকাদার দুলাল হোসেনের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল দিয়েও তা বন্ধ পাওয়া যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.