গাইবান্ধায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাফিক কনস্টেবল নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় বিপ্লব নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা যান।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব (৪৮) জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনি শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার এলাকার বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন বিপ্লব। এ সময় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সদর থানার ওসি মো. মাসুদ রানা বিটিসি নিউজকে জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্টসহ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.