গরুর হাটে চাঁদাবাজী করলে কঠোর ব্যবস্থা

ফেনী প্রতিনিধি:  ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী গতকাল বুধবার (০৭আগষ্ট)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেছেন, গরুর হাট নিয়ে কেউ কোনো অনিময়, চাঁঁদাবাজী করলে তাকে আইনের আওতায় আনা হবে। কোরবানীর পশুবাহী গাড়ীর সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে পুলিশ সদস্যদের গাড়ী না থামানোর নির্দেশনা রয়েছে।
আসন্ন ঈদে ব্যবসা প্রতিষ্ঠান যেন নিরাপদে থাকে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিউনিটি পুলিশ সমন্বয় করে কাজ করবে। বেশী টাকা বহন করতে হলে আমাদের জানবেন আমরা পুলিশ পাহারায় গন্তব্যে পৌছে দেবো।
গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার আরও বলেন, জঙ্গি বিরোধী তৎপরতা বাড়াতে ফেনীতে নতুন ভাড়াটিয়া/ব্যাচেলার ভাড়াটিয়ার আচরন যদি সন্দেহজনক হয়
অবশ্যই আমাদের জানাবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.