গণমাধ্যম কর্মীরা যা দেখে তা পুলিশেরও অজনা থাকে : রংপুরের এসপি বিপ্লব

রংপুর ব্যুরো: রংপুরের নবাগত পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম বলেছেন, পুলিশ ও সাংবাদিকের কাজ-সম্পর্কটা সমাজ, দেশ ও মানুষের ভালোর জন্য। গণমাধ্যম কর্মীরা সমাজের থার্ড আই। তৃতীয় নয়ন যা দেখে, তা আমাদেরও অনেক সময় অজানা থাকে। আমরা যেমন অপরাধমুক্ত সমাজ চাই সাংবাদিকরাও তাই চান।

আজ শনিবার দুপুরে রংপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত এই এসপি এসব কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহীসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি বিপ্লব সরকার ঘোষণা দিয়ে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কার্যকর করতে রংপুর জেলা পুলিশ অপরাধ দমন ও অপরাধীদের কোন ছাড় দেবে না। অপরাধীর আলাদা কোন পরিচয় নেই। অপরাধীর পরিচয় অপরাধী। সমাজ ও দেশের শত্রু তারা। তাই অপরাধীদের কোন দল-মত নেই। আসন্ন ঈদুল আযহায় জেলার কোরবানির পশুর হাটগুলো অজ্ঞান পার্টি, দালাল চক্র ও জাল টাকার কারবারি প্রতারক চক্রের তৎপরতা রোধে পুলিশ সক্রিয় দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২৪ জুলাই বিপ্লব কুমার সরকার রংপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.