গণপ্রকৌশল দিবস ও আইডিবির গৌরবজ্জ্বল ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

 

রাসিক প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সকালে ৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ও আইডিবির গৌরবজ্জ্বল ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য বের করা হয়। মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন র‌্যালীতে নেতৃত্ব দেন। র‌্যালীটি আইডিইবি রাজশাহীর কার্যালয় হতে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় আইডিইবির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

এর পর দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

নগরীকে মাদকমুক্ত করতে এ কাজে সংশ্লিষ্টদের দয়া নয় দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা প্রদান করেন তিনি। ধর্মীয় অনুশাসন, সামাজিক নিয়ম মেনে জীবন গড়া এবং মরণ ব্যাধী মাদক সেবন থেকে দূরে থাকার অনুরোধ জানান তিনি। কেননা একটি পরিবার ধ্বংস হবার জন্য একটি নেশাগ্রস্থ সন্তানই যথেষ্ট। আমাদের সন্তানরা কোথায় যায়, কি করে প্রতিটি বিষয়ের প্রতি নজরদারী রাখতে হবে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাঃ হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুলকার নাঈন, উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলেজের শিক্ষার্থী আফরিন রহমান সোনালী। অনুষ্ঠানে রাজশাহী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.