গণপরিবহন চলাচলে খুশি নাটোরের পরিবহন শ্রমিক, মালিক, যাত্রীরা


নাটোর প্রতিনিধি: দীর্ঘ ৪৯ দিন পর দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হওয়ায় খুশি নাটোরের পরিবহন শ্রমিক সহ সাধারণ যাত্রীরা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।
আজ সোমবার সকাল থেকে সরকারি সকল নির্দেশনা মেনে দূরপাল্লার গাড়িগুলো নাটোরের বড় হরিশপুর টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল থেকে বিভিন্ন জেলা এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
গাড়িগুলোতে সরকারি নির্দেশনা মেনে প্রতি ২ আসনে একজন করে যাত্রী, যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে দূরপাল্লার গাড়ি গুলো চলাচল করছে।
সরকারি নির্দেশনা মেনে ৬০% ভাড়া বাড়িয়ে চলাচল করছে দূরপাল্লার পরিবহণ গুলো। তবে এ বিষয়ে যাত্রীরা কোন অভিযোগ জানায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.