লালপুরে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দুর্বৃত্তদের হামলায় মুসা সরকার (৪০) নামের এক ইউপি সদস্য আহত হয়েছে। আহত মুসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সে উপজেলার এবি ইউনিয়ন পরিষদের সদস্য ও শালেশ্বর গ্রামের মৃত মেহের সরকারের ছেলে।
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে মুসা সরকার তার মোটরসাইকেল নিয়ে গোপালপুর থেকে বাড়ির দিকে যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে কালুপাড়া পৌছালে কিছু লোক তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে এলোপাথাড়িভাবে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.