গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার আটক

 

বিটিসি নিউজ ডেস্ক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকারকে রাজধানীর শাহবাগ থেকে আটক করেছে র‌্যাব-৩।

‘মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ার বন্ধের দাবিতে’ বুধবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মঞ্চের ঘোষিত কর্মসূচি থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লে. কর্নেল ইমরানুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীরা মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু একই স্থানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মানববন্ধন থাকায় তা পিছিয়ে সাড়ে চারটায় নেওয়া হয়। ইমরান এইচ সরকার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় জাতীয় জাদুঘরের সামনে থেকে সাদা পোশাকের আট নয়জনের একটি দল ইমরানকে মাইক্রোবাসে তুলে নেয়। ইমরানকে তুলে নিয়ে যাওয়ার সময় তাতে বাধা দেন গণজাগরণ মঞ্চ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

এ সময় সাদা পোশাকের ওই দলটি মাইক্রোবাসের সামনে র‍্যাবের পরিচয়–সংবলিত একটি কাগজ লাগিয়ে দেয়। পাশাপাশি কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের লাঠিপেটাসহ ধাওয়া দেন র‍্যাবের সদস্যরা। এতে দীপক শীল নামে ছাত্র ইউনিয়নের এক নেতাকে আহত হতেও দেখা যায়। ঘটনার সময় একই স্থানে পুলিশের অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.