গণউপদ্রবে দুইজনের জরিমানা একহাজার টাকা!

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের রাবারড্যাম এলাকায় গণউপদ্রব সৃষ্টি করায় দুইজনকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার শেষ বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের আদালত ওই রায় দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, রাবারড্যাম বাজারে জনসম্মুখে পলট্রী মুরগীর দোকান দিয়ে নোংড়া পরিবেশে ক্রয়-বিক্রয় করে আসছিল ওই এলাকার মুরগী ব্যবসায়ী আশরাফুল আলি। জনসাধারণের সমস্যা সৃষ্টি করার দায়ে ১৮৬০ দন্ডবিধির ২৯১ ধারায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মসজিদের জানালার পাশে টয়লেট স্থাপন করে মসজিদের পরিবেশ নষ্ট করার দায়ে আব্দুল খালেককে একই ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বিটিসি নিউজকে বলেন, পরবর্তীতে তারা যাতে এমন না করে এবং তাদের দোকান ও টয়লেট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.