খেলাধূলা মানুষের শারীরিক ও মানুষিক মেধা বিকাশে সহায়তা করে : মেয়র বিপ্লব

 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেছেন, মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ প্রবণতা নির্মূলে খেলাধুলা মানুষের শারীরিক ও মানষিক মেধা বিকাশে সহায়তা করে। আগামী প্রজম্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে নজর রাখতে হবে।
শনিবার (২০ মে) বিকেলে পলাশবাড়ী এস,এম,পাইলট মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ এর আঞ্চলিক পর্যায়ে অনুর্ধ্ব ১২ গাইবান্ধা জেলা ফুটবল দলের ১০ দিন ব‍্যাপী প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি ফুটবল খেলোয়ার তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খেলোয়ার কল‍্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,ফুটবল ফেডারেশন গাইবান্ধা জেলার সদস্য বাপ্পি,বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃত কোচ সুরুজ হক লিটন ও পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.