খুলনা-২ ও ৩ এ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এগিয়ে

খুলনা ব্যুরো: খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েল। রবিবার (০৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ১৫৭টি কেন্দ্রের ৫৫টির ফলাফলে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৫৯৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মো. গাউছুল আজম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০৮ ভোট।
অপরদিকে খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ওখানজাহান আলী) আসনে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন। ১১৬টি কেন্দ্রের ২৫টির ফলাফলে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল-মামুন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৬৮ ভোট।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.