খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারি প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার 

খুলনা ব্যুরো: খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে মামলা দায়েরের পর দুপুরে খুলনা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

দুদক খুলনা কার্যালয়ের সহকারি পরিচালক তরুন কান্তি ঘোষ বাদী হয়ে ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মিজানের নামে মামলাটি করেন। মামলার বিবরণে জানা যায়, মিজানুর রহমান ২০১৭-১৮ অর্থবছরের টিএ বিল, দরপত্র বিক্রি ও খুলনা নগরীর দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা খেয়াঘাট ইজারা দিয়ে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারী অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদে অভিযান চালায় দুদক। সে সময় তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বিটিসি নিউজ এর প্রতিবেদককে  জানান, অভিযুক্ত মিজানুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা চলমান রয়েছে।তাকে আদালতে সোপর্দ করা হবে ।

মিজানুর রহমান মিজান বর্তমানে মাগুরা জেলা পরিষদে কর্মরত আছেন। তিনি ছুটি নিয়ে খুলনায় এসে গ্রেফতার হয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.