খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন আট হাজার আটশত ৩৬ জন

খুলনা ব্যুরো: খুলনা জেলায় আজ রবিবার (০৮ আগস্ট) আট হাজার আটশত ৩৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার ছয়শত ৩২ এবং মহিলা চার হাজার দুইশত চার জন। এ পর্যন্ত এক লাখ ৫২ হাজার ৪৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
আজ রবিবার খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার সাতশত জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার একশত ৩৬ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।
উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ২৩ জন, বটিয়াঘাটা এক হাজার তিনশত ৫৬ জন, দিঘলিয়ায় একশত ৯১ জন, ডুমুরিয়ায় তিনশত ৬০ জন, ফুলতলায় তিনশত ১৮ জন, কয়রায় ৪৩ জন, পাইকগাছায় দুই হাজার দুইশত ৬৩ জন, রূপসায় দুইশত ৭২ জন এবং তেরখাদায় একশত ১০ জন টিকা গ্রহণ করেছেন।
আজ রবিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচশত ১৫ জন, সদর হাসপাতালে তিনশত ৬১ জন, পুলিশ হাসপাতালে ৩০ জন এবং খুলনা জেলার সাতটি উপজেলায় দুই হাজার আটশত ৭৯ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.