খুলনা কোভিডে মৃত্যু ১, মোট করোনার ৫০০ বেডে রোগী ভর্তি ১৪৯

খুলনা ব্যুরো: গত ২৪ ঘন্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়ে মাত্র একজনের মৃত্যু হয়েছে। এতথ্য গতকাল সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২৪আগস্ট) সকাল ৮টা পর্যন্ত।
আজ মঙ্গলবার সকালে পাঁচটি হাসপাতালের ৫৬৫ টি বেডে মোট রোগী আছে ১৪৯ জন।ফলে করোনা ইউনিটের প্রায় তিন চতুর্থাংশ বেড এখন খালি পড়ে আছে।
গতকাল সোমবার (২৩ আগস্ট) তিন মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর ৫টি হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি। এর আগে চলতি বছরের ২৫ মে খুলনা করোনা হাসপাতাল গুলোতে করোনায় মৃত্যু শূন্য ছিল। আর আজ ২৪ আগস্টের প্রতিবেদন অনুযায়ী নগরীর পাঁচ হাসপাতালে মারা গেছে একজন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা ডেডিকেটেড হাসাপাতালের ২০০ বেডের বিপরীতে রোগি আছে ৭৮ জন। একইভাবে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ বেডের মধ্যে খালি আছে ২০ টি। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮০ বেডের মধ্যে রোগী আছে মাত্র ০৫ জন।
অন্যদিকে বেসরকারি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫০ বেডের মধ্যে এখন রোগী আছে ১২ জন। আর সিটি মেডিকেলে ৯০ বেডে আছে ২৯ জন।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্তের হারও কমছে দিনকে দিন। গত রবিবারের প্রতিবেদন অনুযায়ী মোট ৩৭৫ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮৭ শতাংশ। এর আগে শনিবার এই হার ছিল ১৯ দশমিক ৪১ শতাংশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.