খুলনায় সমিতির টাকা আত্মসাতের মামলায় দুইজন জেল-হাজতে

 

খুলনা ব্যুরো: নগরীর সোনাডাঙ্গা পাইকারী কাঁচা বাজার সমিতির ২৭সদস্যের ৬লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার দুইজনকে জেল-হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুকান্ত দাস ওই দুই আসামীকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতের বিচারক মোঃ আমিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। আসামীরা হলেন নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭নং রোডের ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়াটিয়া খালেক মুন্সির ছেলে তৈয়ব আলী মুন্সি (৩৮) ও খালেক শেখের ছেলে আনোয়ার শেখ (২৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ১৪অক্টোবর নগরীর ট্রাক স্ট্যান্ড এর পিছনে কামাল শেখের বাড়ির ভাড়াটিয়া মোঃ ইলিয়াছ শেখসহ ৩০জনে মিলে একটি সমিতি তৈরী করেন। প্রতিদিন সমিতিতে ৪হাজার টাকা জমা হয়। ৫মাসে ৬লাখ টাকা জমা হয়েছে। উক্ত টাকা তৈয়ব আলি মুন্সি ও আনোয়ার শেখ আত্মসাৎ করেন। এঘটনায় ইলিয়াছ শেখ বাদী হয়ে তৈয়ব মুন্সি ও আনোয়ার শেখের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.