খুলনায় ভ্রাম্যমান আদালতের অভিযান অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ী’র জেল-জরিমানা

খুলনা ব্যুরো:  অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে খুলনার ফুলতলা বাজারে ভ্রাম্যমান আদালত ৩ ব্যবসায়ীকে জেল ও জরিমানা করেন।
এদের মধ্যে ফুলতলার দামোদর গ্রামের মৃতঃ শেখ বজলে রহমানের পুত্র শেখ শাহীন আহমেদ (৪০) কে ৭দিনের ও মৃতঃ আবুল বাশারের পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪২) কে ১০দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান এবং অভয়নগর উপজেলার ধুলগ্রামের মৃতঃ তালেব সরদারের পুত্র মোঃ ওহিদ সরদার (৪৫) কে ১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্টেট রুলী বিশ্বাসের নেতৃত্বে এবং ওসি মোঃ মনিরুল ইসলামের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির দায়ে জোড়াকল বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলামকে কাল সকাল ১০ টা পর্যন্ত কারাদন্ড।
এদিকে উপজেলার জামিরা বাজার, ছাতিয়ানী ও ডাইকোনা বাজারে ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত’র নেতৃত্বে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামিরা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, বিএম শাহাদাৎ হোসেন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.