রাজশাহীসহ সারা দেশে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নতুন আইন বাতিলের দাবিতে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে কোনো ধরনের বাস চলাচল করেনি।

এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন দূর-দূরান্তের গন্তব্যে রওনা দেয়ার যাত্রীরা। সকাল থেকে বাস বন্ধ হয় যাত্রীরা ফের বাসার দিকে ছুটতে থাকেন।

এর আগে গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত হঠাৎ করে বাস বন্ধ করে দেয় মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

এরপর গতকাল মঙ্গলবার অল্প কিছু বাস চলাচল করলেও আজ বুধবার একই দাবিতে হঠাৎ করে বাস বন্ধ করে দেয়া হয়েছে।

একই সাথে সারা দেশের অন্যান্য জেলাগুলোতে আজ সকাল থেকে অনিদৃষ্ঠ কালের জন্য সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।এর কিছুক্ষণ পরেই ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ও মালিকরা চলাচল বন্ধ ঘোষণা করেন।

ফলে কার্যত: বাংলাদেশ এখন এক জেলার সাথে অন্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন । এতে সব ধরনের মানুষের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়।তারপর আগুনে ঘি ঢালার মত বাস শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ও মালিকরা চলাচল বন্ধ ঘোষণা করায় বাজার পরিস্থিতি অবনতি হবে বলে অনেক সাধারণ জন সাধারন মনে করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.