খুলনা ব্যুরো: খুলনা-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী সেখ সালাহ উদ্দিন জুয়েল বলেছেন, মাদক ব্যবসায়ী ভুমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে। দলের ভেতর থেকেই শুরু হবে এই শুদ্ধি অভিযান।
তিনি বলেন, এখনও যারা এসব সমাজ বিরোধী কাজের সাথে জড়িত আছেন, সময় আছে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজ ও দেশের জন্য কাজ করুন। তিনি আরো বলেন, আমি কিছু নিতে আসি নি, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি রাজনৈতিক পরিবারের সদস্য। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পরিবারের সদস্য হিসেবে সবার জন্য কাজ করি। আমার বাড়ির দরজা সব শ্রেণির মানুষের জন্য সব সময়ই খোলা।
দক্ষিণাঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে সাংবাদিকদের তিনি বলেন, মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হয়েছে। এই বন্দরকে উন্নত বন্দর হিসেবে গড়ে তোলার জন্য পদ্মা সেতু নির্মিত হচ্ছে। পদ্মা সেতু নির্মিত হলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। সমাধান হবে তরুণ সমাজের বেকার সমস্যা। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমি নির্বাচিত হলে আর জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করলে রূপসা সেতু থেকে ফুলতলা পর্যন্ত বাইপাস সড়ক ৪ লেন করা হবে। যা অতীতের বিএনপি-জামায়াত জোট সরকার ৪ লেন থেকে অর্থ কর্তন করে ২ লেনে করেছিলো। ইতোমধ্যে মোংলা-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ চলছে বলেও তিনি জানান।
গতকাল শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, কাজী এনায়েত হোসেন, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র কাউন্সিলর আলী আকবর টিপু, হাফেজ মো. শামীম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাজী জাহিদুল ইসলাম, শেখ মো. জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান পলাশ, শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক প্রবাহের সম্পাদক মো. আশরাফ-উল-হক, দৈনিক অর্ণিবানের সম্পাদক অধ্যা. আলী আহমেদ, দৈনিক আজকের তথ্য সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক শুধাংসু, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’এর সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মো. সাহেব আলী ও সুবির রায়,সামছুজ্জামান শাহীন, আসাদুজ্জাামন রিয়াজ, মুন্সি আবু তৈয়ব।#
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.