খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী (বানৌজা) তিতুমীরের অভ্যন্তরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩জন শ্রমিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে খালিশপুরের বানৌজা তিতুমীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহেদ কস্ট্রাকশন লিমিটেড’র হয়ে এ তিন শ্রমিক কাজ করছিলেন।

নিহতরা হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর দেশিবাড়ীর মো. মহিদুল ইসলামের ছেলে মো. সায়েম (৩২), রহিম উদ্দিনের ছেলে মো. রমজান (৩৫) ও নূর ইসলামের ছেলে মো. নূর আমিন (৩০)। নিহত শ্রমিকদের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, প্রতিদিনের ন্যায় বানৌজা তীতুমীর কম্পাউন্ডের ১০ তলা বিশিষ্ট ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। নবম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত ঝুলন্ত মাচা ভেঙ্গে ওই তিন শ্রমিক নিচে পড়ে যান। এ সময় তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। বানৌজা তীতুমীরের নৌ সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলে মারা যান শ্রমিক নুর আমিন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জারুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দিব্যেন্দু সরকার জানান, এরা তিনজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাছাড়া শরীরের অন্যান্য স্থানের গুরুতর চোট রয়েছে। হাসপাতালে আনার আগে ও পরে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বিটিসি নিউজকে জানান, বানৌজা তিতুমীর কম্পাউন্ডের ১০ তলা বিশিষ্ট ভবনের নবম তলায় প্লাস্টারের কাজ করার সময় বাঁশের মাচা (ভারা) ভেঙে তিনজনেই নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।

ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশন্সের প্রকৌশলী শহিদুল ইসলাম সজীব জানান, নির্মাণ কাজ চলাকালে ঝুলন্ত মাচা ভেঙ্গে তিনজন শ্রমিক মারা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.