খুলনায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কাস্টমস্ কর্মকর্তা সহ ও তার স্ত্রী কারাগারে 

খুলনা ব্যুরো: খুলনায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কাস্টমস্ কর্মকর্তা জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) মহানগর সিনিয়র স্পেশাল জজ (দায়রা জজ) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জিল্লুর রহিম খান খুলনা কাস্টমস হাউসে এ্যাপ্রেইজার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বাদী দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. ফয়সাল কাদের বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৬ সালে জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানের সম্পত্তি অনুসন্ধান করে প্রায় ১৬ লাখ ১৫ হাজার ৬৫০ টাকার অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তির তথ্য পায় দুদক।
এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই সোনাডাঙ্গা থানায় মমতাজ খানকে আসামী করে মামলা হয়। পরে ওই মামলার জিল্লুর রহিম খানকেও অভিযুক্ত করে ২০১৯ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.