খুলনায় চলছে চতুর্থ দিনের মতো পরিবহন ধর্মঘট

খুলনা ব্যুরো: চতুর্থ দিনে গড়ালো  পরিবহন ধর্মঘট। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে খুলনা থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এছাড়া অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। সোনাডাঙ্গা কেন্দ্রিয় বাস টার্মিনাল, রয়্যাল ও শিববাড়ির মোড় এলাকা থেকে  ছেড়ে যায়নি কোন বাস।  বন্ধ রয়েছে অধিকাংশ বাস কাউন্টার।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা।
টানা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ অনেক বেশী। যাত্রীসংখ্যাও স্বাভাবিকের চেয়ে বেশী। তবে সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন ট্রেনে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক মো. জিয়াউর রহমান মিঠু বলেন, খুলনায় এখনও বাস চলাচল শুরু হয়নি। গতকাল বুধবার রাতে মালিক ও শ্রমিক নেতারা ঢাকায় গেছেন। মন্ত্রণালয়ে ট্রাক মালিক শ্রমিকদের সঙ্গে সভা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বৈঠক হবে। সেখান থেকে সিদ্ধান্ত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.