খুলনায় করোনায় সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যু

খুলনা ব্যুরো: যুগান্তরের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদ (৫১) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
আজ শুক্রবার (০৯ জুলাই) জুম্মাবাদ আলমনগর রোলিং জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন যুগান্তরের খুলনা ব্যুরো অফিসের রিপোর্টার নূর ইসলাম রকি।
সদাহাস্যজ্বল এই গণমাধ্যমকর্মীর মৃত্যুর খবর পেয়ে তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরের যোগদান করেন। এর আগে খুলনার আঞ্চলিক ও অন্য জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার বাড়ি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায়। পিতা মৃত মনসুর আহমেদ।
তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পজেটিভের রিপোর্ট পাওয়া যায়।
বৃহস্পতিবার গভীর রাতে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.