খুলনায় আলিম জুট মিলের শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ 

খুলনা ব্যুরো: খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন আলিম জুট মিলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তরের প্রতিবাদ এবং বন্ধ মিল চালুর দাবিতে তারা আজ বুুধবার (১২ ফেব্রুয়ারী ) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করে।

এ ছাড়া লাগাতার কর্মসূচির ডাকও দিয়েছেন কারখানাটির শ্রমিকরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শ্রমিকরা। পরে লাঠি মিছিল নিয়ে মিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে গিয়ে অবস্থান নেন। ফলে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। এ সময় অবরোধ কর্মসূচির পাশে পুলিশ দাঁড়িয়ে ছিল।

অবরোধ কর্মসূচি চলাকালে আলিম জুট মিল রক্ষা কমিটির সভাপতি ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবদুর রশিদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সিবিএর সভাপতি আবদুস সালাম জমাদ্দার ভুয়া কাগজ দাখিল করা মালিকের কাছে মিল হস্তান্তরে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বিজেএমসির নিয়ন্ত্রণে মিলটি দ্রুত চালু করতে হবে। অন্যথায় প্রত্যেক শ্রমিক আমৃত্যু আন্দোলন চালিয়ে যাবেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে লাগাতার সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় শ্রমিক নেতা সাইফুল ইসলাম লিটু, আবদুল হামিদ, হাফেজ আ. সালাম, শেখ জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.