খুলনার বিপক্ষে বরিশালের সংগ্রহ ১৪১ রান

বিটিসি স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টম আসরে ১১তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে খুলনা টাইগার্স। নিজের প্রথম দুই ম্যাচে মিডল-অর্ডারে নামলেও আজ শনিবার (২৯ জানুয়ারি) ইনিংস শুরু করেন ফরচুন বরিশালের ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। সঙ্গী ইংল্যান্ডের জ্যাক লিন্টটকে নিয়ে শুরুতেই মারমুখী হন গেইল।
কামরুল ইসলামের প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি আদায় করে ইউনিভার্স বস। তৃতীয় ওভারের প্রথম  দুই বলে দু’টি চার মারেন লিন্টট। তবে বেশিক্ষণ টিকতে পারেননি।  ৬ বলে  ব্যক্তিগত ১১ রানে  স্পিনার শরিফুল্লাহর বলে বোল্ড হন লিন্টট।
এরপর পিঞ্চ হিটার হিসেবে নেমে সুবিধা করতে পারেননি জিয়াউর রহমান। ১৩ বলে ১০ রান করেন তিনি। তবে পাওয়ার প্লের সুবিধা নেন গেইল। ৬ ওভারে ৪৭ রান পায় বরিশাল। অস্টম ওভারে থামেন জিয়া। দ্বিতীয় উইকেটে ৩৮ রান যোগ করেন গেইল-জিয়া।
জিয়া আউট হওয়ার পর  গেইলকে হাফ-সেঞ্চুরি বঞ্চিত করেন শ্রীলংকার স্পিনার সেক্কুজে প্রসন্ন। ছক্কা হাঁকাতে গিয়ে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৫ রানে আটকে যান গেইল।
গেইলের আউটের পরের ওভারে নুরুলকে হারিয়ে চাপে পড়ে বরিশাল। ১১ বলে ৮ রান করে মাহেদির শিকার হন তিনি। ৮৭ রানে চতুর্থ উইকেট পতনের দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়।
উইকেটে সেট হয়ে বেশি দূর যেতে পারেননি তারা। হৃদয়কে ২৩ রানে ফেরান ফরহাদ রেজা। আর শান্তর উইকেট উপড়ে ফেলেন শ্রীলংকার থিসারা পেরেরা। ২১ বলে ২৩ রান করেন হৃদয়।
রান খড়ায় ভুগতে থাকা অধিনায়ক সাকিক আল হাসান আজ ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমেছিলেন। কিন্তু সাত নম্বরে নেমেও সুবিধা করতে পারেননি সাকিব। ৯ বলে ৭ রান করেন প্রথম তিন ম্যাচে ৩৭ করা এ অলরাউন্ডার।
পেরেরার দ্বিতীয় শিকার হবার আগে ২টি চার মারেন সাকিব। শেষদিকে ইরফান শুক্কুর ২, আফগানিস্তানের মুজিব উর রহমান ৭ ও মেহেদি হাসান রানা ১ রানে অপরাজিত ছিলেন। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানের পুঁিজ পায় বরিশাল। খুলনার কামরুল ৩০ রানে ও ফরহাদ রেজা ১৮ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর: ফরচুন বরিশাল : ১৪১/৯, ২০ ওভার (গেইল ৪৫, হৃদয় ২৩, রেজা ২/১৮)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.